ইমাম ইবনে মাজাহ (র)-এর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো 'আস-সুনান। এই গ্রন্থে মোট
৪৩৪১টি হাদীস রয়েছে। এ গ্রন্থে বর্ণিত ৩০০২টি হাদীস সিহাহ সিত্তার অন্য
পাঁচখানা কিতাবেও স্থান পেয়েছে এবং ইমাম ইবনে মাজাহ (র) ১৩৩৯টি হাদীস
অতিরিক্ত সংগ্রহ করেছেন। সাধারণত ইবনে মাজাহ (র)-এর 'সুনান' গ্রন্থটি
'সিহাহ সিত্তার' অন্তর্ভুক্ত বলে গণ্য। বলা হয় যে, আবুল ফযল মুহাম্মদ ইব্ন
তাহির (মু. ৫০৭/১১১৩) এই কিতাবকে সর্বপ্রথম সিহাহ সিত্তার মধ্যে গণ্য
করেন। পরবর্তী আলিমদের মধ্যে জালালুদ্দীন সুয়ূতী (মৃ. ৯১১/১৫০৫), আবদুল
গনী নাবলুসী (মৃ. ১১৪৩/১৭৩০), আবদুল গনী মুজাদ্দিদী (মৃ. ১২৯৫/১৮৭৮) এবং
হাদীস বিশারদগণ ও মুহাদ্দিসগণের অধিকাংশ জীবনী লেখক একে 'সিহাহ সিত্তার'
অন্তর্ভুক্ত করেন। পরবর্তীকালের সাধারণ হাদীস বিশেষজ্ঞদের অভিমতও তাই।
কিন্তু ইব্ন সাকান (মৃ. ৩৫৩/৯৬৪), ইব্ন মান্দা (মৃ. ৩৯৫/১০০৪), আবূ
তাহির (মৃ. ৫৭৬/১১৮০) প্রমুখ আলিমগণ একে 'সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত করেন
না। তাঁরা সুনানু ইব্ন মাজাহর স্থলে ইমাম মালিক (মৃ ১৭৯/৭৯৫)-এর
মুয়াত্তাকে সিহাহ সিত্তার অংশ হিসেবে মনে করেন।
আবদুল গনী নাবলুসী (র) বর্ণনা করেন যে, ছয়খানি প্রামাণ্য হাদীস
গ্রন্থের মধ্যে ষষ্ঠখানা সিহাহভুক্ত হওয়া সম্পর্কে মতভেদ আছে।
পূর্বাঞ্চলীয় আলিমগণের মতে ষষ্ঠখানা হলো আবূ 'আবদুল্লাহ মুহাম্মদ ইব্ন
মাজাহ কাযবিনী সংকলিত 'কিতাবুস সুনান এবং পশ্চিমাঞ্চলীয় 'আলিমগণের মতে
ইমাম মালিক ইব্ন আনাস আসবাহী (রা) রচিত 'মুয়াত্তা'। যেমন ইব্ন তাহিরের
সমকালীন মুহাদ্দিস 'রাযীন' (মৃ. ৫২৫/১১৩০) তাঁর সংকলনগ্রন্থ 'আত-তাজুরীদুস-
সিহাহ ওয়াস সুনান গ্রন্থে পাঁচখানা গ্রন্থের সাথে ইব্ন মাজাহর পরিবর্তে
'মুয়াত্তা ইমাম মালিক (রা)-কে অন্তর্ভুক্ত করেন। ইব্ন আসীর (মৃ.
(৬০৬/১২০৯) স্বীয় গ্রন্থ 'জামিউল-উসূলে’ ইমাম রাযীনের অভিমতকেই প্রাধান্য
দিয়েছেন এবং আবৃ জাফর ইব্ন যুবায়র (র)-ও এই মত পোষণ করেন।
উল্লেখ্য যে, যাঁরা সুনানু ইব্ন মাজাহ-কে প্রামাণ্য ছয়খানা
গ্রন্থের মধ্যে শামিল করেন না, তাঁদের মতে এই সুনানের কোন কোন হাদীস 'যঈফ'
বা দুর্বল এবং 'মুনকার' বা পরিত্যক্ত। এমনকি সুনানু ইব্ন মাজাহ-তে জাল বা
মাউযূ হাদীস আছে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। শাহ্ আবদুল আযীয মুহাদ্দিস
দেহলবী (র) তাঁর 'বুস্তানুল-মুহাদ্দিসীন' কিতাবে আবূ যুরআ' আর-রাযী (মৃ.
২৬৪/৮৭৭)-এর বরাত দিয়ে উল্লেখ করেন যে, সুনানু ইব্ন মাজাহর 'যঈফ' ও
মুনকার' হাদীসের সংখ্যা বিশ্বের কিছু কম এবং দশের কিছু বেশি।