সফরের সময় কসর পড়তে হয় , শুধু কি ফরজ নামাজ গুলো? নাকি সুন্নাত গুলোও?
একদম উলঙ্গ হয়ে গেলে কি ওযু ভেঙ্গে যায়?
বিয়ের ক্ষেত্রে কি মা বাবা দরকার সাক্ষ্য হিসেবে??
প্যান্ট - শার্ট পরিধান করলে কী গোনাহ হবে?
মাগরিবের নামাজে ইমাম ৩য় রাকাতে সালাম না ফিরিয়ে দাড়িয়ে ৪র্থ রাকাত পড়ে। এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করে তাহলে কি নামাজ হবে? নাকি আরো এক রাকাত পড়ে তারপর সাহু সেজদা দিয়ে সালাম ফেরাতে হবে?
Akjon bekti mosjid er jonno daan kore gese . Trpor ami mosjid er kaj korabo ata diye but oi tk ta ami khorch korechi somoy moto ota mosjid a diye diyechi … Ata ki amr gunah hobe ?? Onno jon er hoye post korechi kindly reply…
বন্ধুর পাল্লায় পড়ে জুয়ার সাইট থেকে কিছু টাকা উপার্জন করি। পরে তাওবা করে তা থেকে ফিরে আসি উপার্জিত টাকা একজন মিসকিন কে সওয়াব এর নিয়ত ব্যাতিত প্রদান করি। এখন আমাকে কি অন্য কিছু করতে হবে?
মহিলাদের পড়ে যাওয়া চুল বিক্রি করা যাবে?
কোন সময়টুকুকে তাকবীরে উলার সাথে নামাজ পড়া বলা হয়?
ওয়ায়েযকে ওয়াজযের পর নজরানা দেওয়া জায়েজ বলিয়া ফাতাওয়ায়ে শামিতে লিখিত আছে | এখন কথা হলো, মাহফিলের কাছাকাছি অবস্থিত বাড়ি একজন বক্তা, সে কোনো দাবিও করেনি, তার ব্যবহারও ভালো না, যা আগে বোঝা যায়নি | তাঁকে যদি নজরানা না দেওয়া হয়, তাহলে কি কোনো গোনাহ হবে?