জামায়াতে তিন রাকাত নামাজ পেলে তারপর সালাম ফিড়িয়ে মনোযোগ অন্য দিকে চলে গেলে , বাকি এক রাকাতের জন্য কি নতুন করে নিয়ত করে চার রাকাত আদায় করতে হবে নাকি অন্য বিধান আছে?
চার রাকাত নামাজের মধ্যে ভুলে যদি ৩য় রাকাতে কেরাত পড়ি।তা কতটুকু পড়লে সহু সিজদা ওয়াজিব হবে?
৪রাকাত নামাজে ২রাকাতে ভুল করে সালাম ফিরিয়ে ফেললে বাকি ২রাকাতের জন্য করনীয় কি?