আমার এক ফ্রেন্ড প্রস্রাবের পর পানি ব্যবহার করে না। এক বার জিজ্ঞাস করেছিলাম সে বলে শুধু হাতে পানি ভিজিয়ে মুছে দেয়। এই ক্ষেত্রে সে আমাকে ধরলে আমি কি নাপাক হয়ে যাবো?। আমার পাঞ্জাবি যদি কোথাও ভিজা থাকে ওই ভিজা জায়গায় সে ধরলে কি নাপাক হবে?। যদিও তার হাতে নাপাক আছে কিনা তা সন্দেহ আর স্পষ্ট ও নয়।
ধরুন, আমার সকালে বীর্যপাত হয়েছে। আমি দুপুরে গোসল করেছি কিন্তু গোসলের ফরজ আদায় করতে মনে ছিল না। পরে আমি যোহরের নামাজ পড়ি। তারপর যখন আমি আসরের নামাজ পড়তে যাব তখন আমার মনে পড়লো যে আমি গোসলের ফরজ আদায় করি নি। এখন আমার প্রশ্ন হলো : ১.আমার যোহরের নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা? ২. আমার কাপড়েও নাপাকি লেগেছে এজন্য কাপড় ধোয়ার আলাদা নিয়ম আছে কিনা?
কাপড়ে পেশাবের ফোটা লাগলে সে স্থান কিভাবে পরিবর্তন করতে হবে?অর্থাৎ, নাপাকি কিভাবে দুর করতে হবে?৩ বার বিসমিল্লাহ বলে ধৌত করলে হবে?