খুতবা কোন ভাষায় হবে,এ নিয়ে ৪ ইমামের বক্তব্য জানতে চাই? একজন লোক বললো ইমাম আবু হানিফা রহ: এর নাকি একটি মত রয়েছে বাংলা খুতবার ব্যাপারে? থাকলে আমরা হানাফীরা কেন এটা মানিনা? বিস্তারিত জানতে চাই!
আমাকে একজন আলেম বললেন যে, খুতবাহ যদি জিকির হয় তাহলে নামাজ ও জিকির কিন্তু নামাজ তো কিবলার দিকে ফিরে পড়া হয় কিন্তু খুতবাহ কেন দক্ষিণ দিকে ফিরে দেওয়া হয়? তথা আলেম সাহেব মনে করেন খুতবাহ বাংলাতেই দিতে হবে।
জুম্মার নামাজে কখন জাওয়া উত্তম? খুতবা না শুনলে না কী জুম্মার নামাজ পরিপূর্ণ হয় না জানতে চাই?
জুমার খুতবা কি সালাতের কায়েম মাকাম?আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. তার “খুতবাতুল ইসলাম”বইয়ের ২০-২১ পৃ: সালাত কায়েম মাকাম না প্রমাণ করার চেষ্টা করেছেন এবং বলেছেন নবীজি খুতবায় মুসল্লিদের নামাজের আদেশ করতেন, খুলাফায়ে রাশেদিন প্রয়োজনীয় কথাবার্তা বলতেন।
কাবলাল জুম'আ যদি না পাই তাহলে জামাতের পরে কী বাদাল জুম'আ পড়ব না কাবলাল জুমা পড়ে বাদাল জুম'আ পড়ব।
২য় আজান কোথায় দেওয়া সুন্নত?