বাংলা ভাষায় অনূদিত ফতোয়ার কোন কিতাবটি নির্ভরযোগ্য?
আল্লামা শফি র. جواهد الفقه গ্রন্থে কদমবুচির আলোচনার শেষ পর্যায়ে ফিকহের একটা উসুল বলেছেন — কোন মুস্তাহাব আমলের মধ্যে যদি মুনকারাত প্রবেশ করিয়া যায়, তাহলে ওই মুস্তাহাব আমল পরিত্যাগ করা ওয়াজিব। বর্তমানে আমাদের মাঝে প্রচলিত কদমবুচি ও মিলাদ কিয়াম নিয়ে এই কথার উপর আলোচনা কেমন হবে? ফিকহি কিতাবের রেফারেন্স ও ইমামদের মতসহ জানতে চাচ্ছি।