ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আজানের পূর্বে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি?
রাসুল স: যে বলছেন- “ফজরের পর জিকির করে সূর্যোদয়ের পর দুই রাকাত নামাজ পরলে হজের সওয়াব পাওয়া যাবে” সেই নামাজ কি ইশরাকের নামাজ? আর ইশরাকের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়? সূর্যোদয়ের কয় মিনিট পর ইশরাকের নামাজ পড়া যাবে?
একজন ইমাম সাহেব বলছেন । তারাবির নামাজ পড়ে বিতিরের নামাজের আগে হালকি নফল পড়লে বিতির হবে না। এটা কতটুকু সত্য জানতে চাই।