২৮৩
ইশরাকের নামাজের ওয়াক্ত-
প্রশ্নঃ ২৮৩. রাসুল স: যে বলছেন- “ফজরের পর জিকির করে সূর্যোদয়ের পর দুই রাকাত নামাজ পরলে হজের সওয়াব পাওয়া যাবে” সেই নামাজ কি ইশরাকের নামাজ? আর ইশরাকের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়? সূর্যোদয়ের কয় মিনিট পর ইশরাকের নামাজ পড়া যাবে?
সুর্যোদয়ের পর যেই নামাজ পড়া হয় তাকে ইশরাকের নামাজ বলা হয়।
সুর্যোদয় শুরু হওয়ার ২৩ মিনিট পর থেকে ইশরাকের নামাজ পড়া যায়।
والله أعلم بالصواب