সদকায়ে জারিয়া কি দিয়ে এবং কিভাবে দেয়া উত্তম একটু জানাবেন।
আসসালামু আলাইকুম, বড় ভাই এর উপার্যন এর উপর ছোট ভাইয়ের বউয়ের হক কেমন? ছোট ভাই উপার্জনে উপযুক্ত, কিন্তু কোনে কাজ ই করতে চায় না+ তার পরিবার তাকে কোনোরকম জোড় ও করে না। বড় ভাই তার নিজের বউকে যেভাবে রাখবে, ছোট ভাইয়ের বউ কেও সেই ভাবে রাখা লাগবে? এই ব্যাপারে দলিল সহ জানতে চায় ধন্যবাদ