রাসূল (সা.) এর বংশধর কিভাবে আসল? কারবালার ময়দানে কি সবাই শহীদ হন নি?
নসব নির্ধারণ এর ক্ষেত্রে পিতা এবং মাতা উভয়ের দিক দিয়ে বংশ সাব্যস্ত হবে নাকি শুধু পিতার দিক দিয়ে বংশ সাব্যস্ত হয়? উদাহরণ: যদি কেউ মাতার দিক দিয়ে আওলাদে রাসূল (সা:) হয় তাকে কি আওলাদে রাসূল বলা যাবে? রেফারেন্স সহ উত্তর দেওয়ার অনুরোধ রইলো।