পশু বর্গা দেয়া না জায়েয আগে জানতাম না। এখন আমার একটি ছাগল বর্গা দেয়া আছে। যখন জানতে পারি এগুলো নাজায়েয, তখন একজন মুফতি বললেন এমতাবস্থায় ছাগলটি বিক্রি করার আগেই ইজারা চুক্তিতে নিয়ে এসে প্রতি মাসের বিনিময়ে নির্দিষ্ট উজরত নির্ধারণ করতে হবে। কিন্তু আমাদের অঞ্চলে পশুর বর্গা প্রচলন বেশি হওয়ার কারণে কোনো ভাবেই বর্গা দেয়া লোকটিকে বোঝানো সম্ভব নয়, বরং ঝগড়া বিবাদের মুখোমুখি হতে হবে। এর সমাধান কিভাবে করতে পারি?
বন্ধক রাখা কি জায়েজ?দলিল সহ বললে উপকৃত হবো।