১/ জুমাবার হজ্জ হলে নাকি তাকে হজ্জে আকবার বলে?
হজ্জের সময় কাবার গিলাফ অর্ধেক উঠিয়ে ফেলে কেন?
কোনো মেয়ে হজ্জ বা উমরাহতে যেতে চাইলে তার সাথে মাহরাম যাওয়া কি বাধ্যতামূলক? মাহরাম না গেলে সে কি উমরাহতে যেতে পারবে??
আমার মাহারাম(ভাই) উমরাহ করতে চাইছে না এখন। আর মাহারামের মধ্যে আমার এখন অন্য কেউ নেই। আমার চাচাতো বোন আর ওর ভাই উমরাহ করতে যাবে। আমি কি ওদের সাথে যেতে পারবো? আমার চাচাতো ভাই তো আমার মাহারাম না। আর আমাকে একা শুধুমাত্র কাফেলার সাথে যেতে দিবে না। বিস্তারিত জানতে চাই।