কসম ভঙ্গ করার কাফফারা হিসাবে জেই ৩ টি রোজা রাখতে হয় সেই রোজা গুলো জেই বিষয় কসম করেছে সেই কাজটা করে রোজা ৩ টি রাখতে হবে নাকি ভঙ্গ কারার আগে রাখতে হবে
কসম ভঙ্গ করলে যে তিনটি রোজা রাখতে হয় সেটা কি রকম ভঙ্গ করলে?
কসম ভঙ্গ করলে জেই ৩ টি রোজা রাখ তে হয়। এই রোজা গুলো কি টানা ৩ দিন রাখতে হবে নাকি জখন ইচ্ছা তখন একটি একটি আলাদা রাখা জাবে
যদি কেউ কসম করে নির্দিষ্ট দিনের জন্য তাহলে কি সে এই সময় শেষ হওয়ার আগে কসম থেকে বেরিয়ে আসতে পারবে?
রাগের মাথায়, যদি বলে আমি মুসলমানের বচ্চা না যদি আমি আর কখনো আসি এখানে, এটা কি শপথ হবে।
রাগের মাথায় শপথ করলে। শপথ ভঙ্গ করলে। কি কাফফারা দিতে হবে?