৩০৩
কসমের কাফফারা
প্রশ্নঃ ৩০৩. কসম ভঙ্গ করার কাফফারা হিসাবে জেই ৩ টি রোজা রাখতে হয় সেই রোজা গুলো জেই বিষয় কসম করেছে সেই
কাজটা করে রোজা ৩ টি রাখতে হবে নাকি ভঙ্গ কারার আগে রাখতে হবে
কসম ভঙ্গের কাফফারা কসম ভঙ্গ করার পরেই দিতে হয়।কেউ যদি কসম ভঙ্গ করার পূর্বে কাফফারা আদায় করে তবে তার কাফফারা আদায় হবে না।
(ফাতাওয়া হিন্দিয়া ২/৬৪; আদ্দুররুল মুখতার ৩/৭২৭)
والله أعلم بالصواب