যখন কেউ আমাকে বলে, তোমার মাকে আমার সালাম জানিও, তখন আমি মাকে কি বলব ? জানালে উপকৃত হব।
আস সালামু আলাইকুম! জুম্মার বয়ানে হুজুর বললেন, কেউ যদি ছালামালিকুম, আছলামালাইকুম বলে তাহলে এর অর্থ ধারায় তোমার মৃত্যু হক। অবাক হলাম, অথচ ছামু আলাইকুম মানে এই কথা, সে তো মৃত্যুর নিয়ত ও করেনি, কিন্তু এটা বাদ দিলেও তো কেউ ছামু আলাইকুম বলে না। হে এটা সত্য অবশ্যই শুদ্ধভাবে সালাম দিতে হবে। তবে হুজুরের কথাটা কি সঠিক ছিলো একটু যদি বুজিয়ে বলতাম