আপনি আপনার মাকে বলবেন: মা, অমুক আপনাকে সালাম পাঠিয়েছেন। এটা বলার পর আপনার মায়ের উপর সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যাবে। (রদ্দুল মুহতার লী ইবনে আবেদীন- ৬/৪১৫)