সমিতি থেকে ক্রেতার পছন্দমত দশ হাজার টাকা দিয়ে মোবাইল ক্রয় করে সেটা যদি তার কাছে ১২০০০ টাকা বিক্রি করা হয় সেটা কি জায়েজ হবে?
১/ প্রত্যাশা ডি ২০২০ সদস্যদের ১২% লাভে সহজ কিস্তিতে লোন দেওয়া হবে। ২/ বাহিরের গ্রাহকদের ১৫% লাভে লোন দেওয়া হবে। (Hasan Bin Khalaque এটা হচ্ছে ধরেন, আপনারে একটা ফ্রিজ কিনে দিলাম, আপনি বাজার থেকে ১২/১৫% টাকা বেশি পে করলেন আমাদের। জায়েজ হবে?) ৩/ যাদের মাসিক নির্ভরযোগ্য ইনকাম রয়েছে তাদেরকে সহজে লোন দেওয়া হবে। ৪/ সকল সদস্য ঋণ নিতে হলে পরিবারের গ্রহণযোগ্য অভিভাবক লোন গ্রহণের সময় উপস্থিত থাকতে হবে। ৫/ যেকোন সদস্য লোন নিতে হলে সাদা চেক রশিদ জমা দিতে হবে। ৬/ যেকোন সদস্যদের ইনকামের অবস্থা বিবেচলা করে লোন দেওয়া হবে। ৭/ বিশেষ করে গ্রুপের সদস্যরা লোন নিতে হলে তার অভিভাবকের সাক্ষর এবং গ্রুপের গ্রহণযোগ্য যেকোন একজন সদস্যের সাক্ষর ও সুপারিশক্রমে লোন নিতে পারবে। ৮/ লোন দেওয়া হবে নির্দিষ্ট বস্তু ক্রয় - বিক্রয়ের মাধ্যমে। ৯/ বস্তুগুলো হলো ফ্রিজ,টিভি,মোবাইল, ঘরের আসবাবপত্র, ইট,বালু,রট,সিমেন্ট, মাটি,টিন,দোকানের বিভিন্ন পণ্য ক্রয় ইত্যাদি ক্রয়- বিক্রয় যোগ্য বস্তু। এটা আমাদের বন্ধুদের একটা সংগঠন। এটা কি জায়েজ হবে???????