আমরা জানি যে, ঘুষ দেওয়া হারাম। ধরুন আমি ঘুষ দিয়ে বা স্বজনপ্রিতীর মাধ্যমে কোন চাকরী নিয়েছি। কিন্তু চাকরীতে প্রবেশ করার পর চাকুরীক্ষেত্রে কোন দুর্নিতী করিনি। সেক্ষেত্রে কি প্রথমে ঘুষ দেওয়ার কারণে প্রতি মাসের বেতনসমূহ কি হারাম হিসেবে গণ্য হবে? ২য় প্রশ্ন চাকরী পরীক্ষায় পাশ হয়ে Viva তে লবিং করলে কী তা হারাম হবে? সাধারণত Written exam হলো যোগ্যতা পরিমাপের মাপকাঠি।