যোগ্যতা থাকার শর্তে ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন বৈধ, হবে তবে ঘুষ দেওয়া গুনাহের কাজ। কিন্তু বাধ্য হয়ে ঘুষ দিলে দাতা গুনাগার না হলেও গ্রহীতা গুণাহগার হবে।
রিটেন পরীক্ষার যোগ্যতার মাপকাঠি হলেও যারা রিটেনে পাশ করে তাদের সবাইকে চাকরি দেওয়া হয় না। এজন্য ভাইভায় লবিং করলে অন্যের হক নষ্ট করার গুনাহ হবে। তবে লবিং (সুপারিশ গ্রহণ) করার পর যোগ্যতার সাথে দায়িত্ব আদায় করলে চাকরির বেতন হালাল হবে। (ফতোয়ায়ে শামী: ৫/৭২ , আপকে মাসায়েল আওর উনকে হল: ৬/১৭২।)