গোসল ফরজ অবস্থায় কি সেহরি খাওয়া যাবে? আর যদি সে গোসল না করে সেহরি খায় তাহলে কি তার রোজা হবে?
আসসালামু আলাইকুম, সেহেরি না খেয়ে নফল রোজা রাখা যাবে?
আমরা জানি,সাহরি খওয়া সুন্নাত। রমজানে কেউ যদি শেষ রাতে সেহরির জন্য উঠতে না পারে, তাহলে সে দুপুরের আগে রোজার নিয়ত করলে রোজা হয়ে যায়। আমার প্রশ্ন হলো নফল রোজার ক্ষেত্রে কি একই নিয়ম? কারণ ফরজ রোজার ক্ষেত্রে যেভাবে তার নিয়ত ছিল ভোর রাতে উঠার, ঠিক একই ভাবে নফল রোজার ক্ষেত্রে ও ছিল।