৪২৮
সাহরী না করে নফল রোজা রাখার বিধান।
প্রশ্নঃ ৪২৮. আমরা জানি,সাহরি খওয়া সুন্নাত। রমজানে কেউ যদি শেষ রাতে সেহরির জন্য উঠতে না পারে, তাহলে সে দুপুরের আগে রোজার নিয়ত করলে রোজা হয়ে যায়।
আমার প্রশ্ন হলো নফল রোজার ক্ষেত্রে কি একই নিয়ম? কারণ ফরজ রোজার ক্ষেত্রে যেভাবে তার নিয়ত ছিল ভোর রাতে উঠার, ঠিক একই ভাবে নফল রোজার ক্ষেত্রে ও ছিল।
সাহরী খাওয়া সুন্নাত।রোজা হওয়ার জন্য সাহরী করা শর্ত নয়।তাই সাহরী না করেও নফল রোজা রাখা যাবে।কোনো সমস্যা নাই।
বোখারী-১৯২৩