ইমাম সাহেব যদি জোহরের ফরজ নামাজের পূর্বে সুন্নাত নামাজ না পড়ে জোহরের ইমামতি করে, তাতে জামাতে নামাজের কোনো সমস্যা হবে কিনা। বা সওয়াব এর কোনো কম বেশি হবে কি না?
মুহতারাম, মহিলারা কি ইমামতি করতে পারবে এবং ঈদের নামাজ জুমার নামাজে অংশগ্রহণ করতে পারবে? আর মহিলাদের নামাজের উত্তম যায়গা কোনটি?
ইমাম সাহেব জোহরের চার রাকাত সুন্নাত নামাজ এখনো পড়েনি | কিন্তু ইতিমধ্যে নামাজের জামাতের ওয়াক্ত হয়ে গেছে, যেমন ধরুন ১. ১০ pm নামাজের জাময়াতের সময় | এক্ষেত্রে উক্ত ইমাম সাহেব নামাজ পড়াতে পারবে, যদি সে প্রথম চার রাকাত নামাজ ফরজ নামাজ পড়িয়ে , পরের দু রাকাত সুন্নাত নামাজ পড়ে আদায় করে নেয়?