১ নং উত্তর:
মহিলাদের ইমামতি
পুরুষদের জামাতে মহিলাদের ইমামতি কোনোভাবেই জায়েজ নয়। এমনকি শুধু নারীদের জামাতেও কোনো মহিলার ইমামতি করা মাকরুহ তাহরিমি। যদি মহিলারা জামাতে নামাজ আদায় করতে চায়, তবে তাদের একজন অন্য নারীদের মাঝখানে সামান্য এগিয়ে দাঁড়াবে,
ইমামের মতো সম্পূর্ণ সামনে নয়।
বাদায়েউস সানায়ে ১/৩৮৬, ফাতাওয়া হিন্দিয়া ১/৮০।
২ নং উত্তর:
ঈদের ও জুমার নামাজে অংশগ্রহণ
হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মতে, মহিলাদের জন্য জুমার বা ঈদের নামাজে মসজিদে গিয়ে অংশগ্রহণ করা জরুরি নয়, বরং ঘরে নামাজ পড়া তাদের জন্য উত্তম। এর কারণ হলো ফেতনার আশঙ্কা। মসজিদে যেতে হলে তাদের পূর্ণ পর্দার সাথে এবং সুগন্ধি ছাড়া যেতে হবে।
মারাকিল ফালাহ পৃ. ২২৪, দুররুল মুখতার ও রদ্দুল মুহতার ২/১৫৩, ১৭০।
৩ নং উত্তর:
নামাজের উত্তম স্থান
মহিলাদের নামাজের জন্য সবচেয়ে উত্তম স্থান হলো তাদের ঘরের ভেতরের অংশ, যেখানে তারা বাইরের দৃষ্টি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। এটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "মহিলাদের নামাজের সর্বোত্তম স্থান হলো তাদের ঘরের একেবারে ভেতরের অংশ।"
(মুসনাদে আহমাদ ২৬৫৪২, আবু দাউদ ৫৭০, ফাতাওয়া হিন্দিয়া ১/৭৭)।