নামাজে ওযু চলে গেলে করণীয় কি? যদি নতুন ভাবে ওযু করে আসি তাহলে কি আগে আদায় করা রাকাত গুলা আদায় হবে।
আচ্ছা আমি যদি ইমামের সাথে নামাজ পড়ি আর আমার যদি কোন ওয়াজিব তরক হয়ে যায় তাহলে কি আমার জন্য সাহু সাজদা ওয়াজিব হবে? আর যদি ওয়াজিব হয় তাহলে আমি সাহু সাজদা কিভাবে করব?
৪ রাকাত বিশিষ্ট নামাজে শেষের ১ রাকাত পেলে তখন বাকি তিন রাকাত পড়ার পদ্ধতি কীভাবে হবে?দলিলসহ জানালে উপকৃত হতাম।
কোন সময়টুকুকে তাকবীরে উলার সাথে নামাজ পড়া বলা হয়?