২৭৯
নামাজে ওযু চলে গেলে করণীয় -
প্রশ্নঃ ২৭৯. নামাজে ওযু চলে গেলে করণীয় কি? যদি নতুন ভাবে ওযু করে আসি তাহলে কি আগে আদায় করা রাকাত গুলা আদায় হবে।
নামাজে যদি স্বাভাবিকভাবে অযু যায় তবে অযু করে এসে যেখানে শেষ করেছে সেখান থেকে আবার শুরু করবে।নতুন করে শুরু করা আবশ্যক নয়।তবে এর মাঝে নামাজ ভঙ্গ হয় এমন কিছু করা যাবে না।যেমন:কথা বলা,সালাম দেওয়া বা নেওয়া।কাছের পানি রেখে দুরে গিয়ে অযু করা।
বিঃ দ্রঃ যদি জামাত ছুটে যাওয়ার ভয় না থাকে তবে এক্ষেত্রে নতুন করে নামাজ শুরু করাই উত্তম। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ৫৯৫০,৫৯৫৪)
والله أعلم بالصواب