আসসালামু আলাইকুম। একটা বিষয় জানার ছিল। কারোর প্রেমিক (বিয়ে হয়নি) চকলেট গিফট করলো। সেই চকলেট আবার তার বন্ধুদের মাঝে বিতরণ করলো এবং তার বন্ধুরা তা ভক্ষণ করলো। এখন জানার বিষয় হলো, বন্ধুরা তার হারাম প্রেমিকের দেওয়া যে চকলেট খেলো তা হালাল হবে নাকি হারাম?
ওয়ায়েযকে ওয়াজযের পর নজরানা দেওয়া জায়েজ বলিয়া ফাতাওয়ায়ে শামিতে লিখিত আছে | এখন কথা হলো, মাহফিলের কাছাকাছি অবস্থিত বাড়ি একজন বক্তা, সে কোনো দাবিও করেনি, তার ব্যবহারও ভালো না, যা আগে বোঝা যায়নি | তাঁকে যদি নজরানা না দেওয়া হয়, তাহলে কি কোনো গোনাহ হবে?