আসসালামু আলাইকুম। একটা বিষয় জানার ছিল। কারোর প্রেমিক (বিয়ে হয়নি) চকলেট গিফট করলো। সেই চকলেট আবার তার বন্ধুদের মাঝে বিতরণ করলো এবং তার বন্ধুরা তা ভক্ষণ করলো। এখন জানার বিষয় হলো, বন্ধুরা তার হারাম প্রেমিকের দেওয়া যে চকলেট খেলো তা হালাল হবে নাকি হারাম?