৪৫৫
বিধর্মীদের ফান্ড থেকে অনুদান গ্রহণ
প্রশ্নঃ ৪৫৫. গভর্নমেন্টাল প্রকল্পে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে মহিলাদের মান্থলি ৫০০/১০০০ করে টাকা দেয়, ভারতের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট | ওরা ওই প্রকল্পের নাম দিয়েছে ' লক্ষীর ভান্ডার ' | এহেন হিন্দু দেবদেবীর নামের সাথে প্রকল্পের নাম রাখায়, ওই টাকা মুসলমান ঘরের মেয়েরা নিতে পারবে কিনা?
জাযাকাল্লাহু খাইরা |
প্রকল্পের নামের সাথে টাকা গ্রহণ বৈধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই।টাকার উৎস যদি হালাল হয়,তবে এই টাকা গ্রহণ করাতে কোনো সমস্যা নাই।তবে মুসলমানদের বিশ্বাস ঠিক রাখতে হবে যে এই টাকা লক্ষীর ভান্ডার থেকে আসে নাই।