আমাদের একটি গরু ছিল যেটি কোরবানির জন্য নিয়ত করেছিলাম এই কোরবানিতে জবাই করব, গরুটি অন্য এক বাড়িতে লালনপালন করা হয়েছে।কোরবানি দেওয়ার জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন আমাদের বাড়িতে নিয়ে আসার পর গরুটির শরীল দিয়ে ফুটের মতো কী জানি বের হয়েছে। এখন প্রশ্ন হল আমরা কি গরুটি কোরবানি করতে পারবো???
অনুগ্রহ করে জানাবেন। একজন ব্যক্তি একটি পশু কোরবানি দেওয়ার উদ্দেশ্যে/নিয়তে লালন পালন করেছে। কোনো কারণে সে পশুটা কোরবানি দেয় নাই। আবার অন্য পশুও কোরবানি দেয় নাই বা কোরবানিতে শরিকও হয় নাই। এখন তার কী করা উচিত?