৪২১
কোরবানীর জন্য পালন করা পশু যদি কোরবানি দিতে না পারে।
প্রশ্নঃ ৪২১. অনুগ্রহ করে জানাবেন।
একজন ব্যক্তি একটি পশু কোরবানি দেওয়ার উদ্দেশ্যে/নিয়তে লালন পালন করেছে। কোনো কারণে সে পশুটা কোরবানি দেয় নাই। আবার অন্য পশুও কোরবানি দেয় নাই বা কোরবানিতে শরিকও হয় নাই। এখন তার কী করা উচিত?
নিজের কোনো গরু কোরবানির নিয়তে পালন করলে সেটা দিয়েই কোরবানি করা আবশ্যক হয় না।
কোনো ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয়,আর তিনি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন,তবে কোরবানির মুল্য সদকা করে দিতে হবে।