ইমাম সাহেব একা নাামাজ পড়াচ্ছেন, ১/২ রাকার পড়ার পর একজন মুসল্লি এসে শরীক হলো, এমতবস্থায় ইমাম সাহেবের করণীয় কি ? জানালে উপকৃত হব।
ইমাম নামাজ শুরু করেছেন এমতাবস্থায় যদি মনে পড়ে তার কাপড় নাপাক পিছনে ইমামতির যোগ্য কেউ নেই তখন কি করবেন?
১.আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি যেখানে থাকি সেখানে আসপাশের সবাই লা মাজহাবি (আহলে হাদিস) এখন আমি ফরয নামাজের সময় তাদের পিছনে কি ইকতিদা করতে পারবো? জানামতে তাদের আকিদার সাথেওতো আমাদের অনেক তফাত। ২. এক মাজহাবের ইমামের পিছনে কি ভিন্ন মাজহাবের মুসল্লি ইকতিদা করতে পারবে?
নামাজের কাতার সোজা করবে কিভাবে? পিছনের দিকে সবার পায়ের মুরালি সমান থাকবে নাকি সামনের দিকে বৃদ্ধাঙ্গুলি সমান থাকবে?
মাসবুক যদি ভুলে ইমামের সাথে দুই দিকেই সালাম ফিরিয়ে ফেলে তাতে কি নামাজ নতুন ভাবে শুরু করবে নাকি ছুটে যাওয়া নামাজ পড়বে?
ইসলামী আলোচনা চলাকালীন মসজিদে দ্বিতীয় জামাত পড়ার বৈধতা আছে কী?
একটা মাসআলা জানতে চাচ্ছিলাম ১.তাকবীরে উলা কত সময় পর্যন্ত থাকে ? ২.উত্তম সময় কোনটি ?
নামাজের কাতারে কোন সময় ডান দিক থেকে বাম দিকে লোক সংখ্যা বেশি হয়ে যায় ছোটবাচ্চাদের কারনে । এখন নামাজের অথবা ওই নামাযীর কোন সমস্যা হবে কি?
ফরজ নামাজ দুই পাশে কাতার সমান হওয়া জরুরি?
মসজিদে জামাত আদায় হয়ে গেছে।আমি জামাত না পাওয়ায় মসজিদের এক কোনায় দাড়িয়ে একাকি নামাজ আদায়ের জন্য দাড়িয়ে যাই।এক রাকাত আদায় করার পর একজন মুসল্লী আমার পাশে দাড়ায় এবং আমার সাথেই রুকু,সাজদা করতে থাকেন।আমার নামাজ আগে শেষ হয়।আর জনৈক মুসল্লী এক রাকাত না পাওয়ায় আমার পরে উনার নামাজ শেষ হয়।শেষ হওয়ার পরে,উনি বলতেছেন যে,উনি নাকি আমার পিছনে ইক্তেদা করে জামাতে শামিল হয়েছেন!এমতাবস্থায় জামাত আদায় হবে কী না বা ওই মুসল্লীর নামাজ হবে কী না?