৩৯৫
একাকী নামাজ আদায়কারির পিছনে এক্তেদা
প্রশ্নঃ ৩৯৫. মসজিদে জামাত আদায় হয়ে গেছে।আমি জামাত না পাওয়ায় মসজিদের এক কোনায় দাড়িয়ে একাকি নামাজ আদায়ের জন্য দাড়িয়ে যাই।এক রাকাত আদায় করার পর একজন মুসল্লী আমার পাশে দাড়ায় এবং আমার সাথেই রুকু,সাজদা করতে থাকেন।আমার নামাজ আগে শেষ হয়।আর জনৈক মুসল্লী এক রাকাত না পাওয়ায় আমার পরে উনার নামাজ শেষ হয়।শেষ হওয়ার পরে,উনি বলতেছেন যে,উনি নাকি আমার পিছনে ইক্তেদা করে জামাতে শামিল হয়েছেন!এমতাবস্থায় জামাত আদায় হবে কী না বা ওই মুসল্লীর নামাজ হবে কী না?
হ্যাঁ,শরীক হওয়া ব্যক্তির ইক্তিদা ও নামায শুদ্ধ হবে। ইমাম সাহেবের জন্য নতুন করে কোন নিয়ত করতে হবে না। তার নিজের নামাযের নিয়তই যথেষ্ট হবে।
হালবী কাবীর-২৫১