কেউ মজার ছলে বললো, আমি যাকে বিয়ে করব সে তালাক। তাহলে কি তালাক হয়ে যাবে?
নাটকে যে প্রতীকি বিবাহ হয় এগুলোর হুকুম কী? এক্ষেত্রে পাত্র পাত্রী বা তাদের বাবার নাম তো ঠিক থাকে না। তারপরেও কি বিবাহ হয়ে যাবে?
মুহতারাম,স্বামী-স্ত্রীর বৈবাহিক জীবন আট মাস চলতেছে।স্ত্রী অনার্স ক্লাসে অধ্যয়নরত।কিছুদিন পর তার পরিক্ষা আছে। স্বামী চাচ্ছে স্ত্রী যাতে আর পড়াশোনা না করে এবং পরিক্ষাও না দেয়।স্বামী স্ত্রীকে একথা জানানোর পর স্ত্রী বলে যে যদি আমাকে পরিক্ষা দিতে না দেও তাহলে বিয়ে বাতিল।এক্ষেত্রে কি তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়েছে?স্বামী যদি এখন স্ত্রীকে পরিক্ষা দিতে না দেয় তাহলে কি তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে? উল্লেখ্য যে,বিয়ের সময় স্ত্রীকে তাফবীযে তালাকের অধিকার দেওয়া হয়েছে।
তিন তালাক দেয়া ব্যক্তি তার স্ত্রীর ইদ্দত পালনের পর তাকে আবার বিবাহ করলো। কোন এক আলেম বলেছেন বিবাহ জায়েজ হবে হিলা দিতে হবে না ! যে বিবাহ পড়িয়েছে সে বিষয়টি / মাসয়ালা অবগত না থাকায় এমন টা করেছে। আমার প্রশ্ন -- যে বিবাহ পড়িয়েছে সে কি গুনাহগার হবে? যদি হয় তবে করণীয় কি? স্ত্রী কি জায়েজ হবে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত মুফতি সাহেব আমার জানার বিষয় হল স্বামী তার স্ত্রীকে কোন কারণে তিন তালাক দিয়ে দেয় কিন্তু পরবর্তীতে সে এই স্ত্রীকে আবার পেতে চায় এমতাবস্থায় ইদ্দত শেষ হওয়ার পরে ওই স্ত্রী অন্য এক লোকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় কিন্তু কারণবশত ওই লোকটি সহবাস করতে একদমই অক্ষম এমত অবস্থায় ওই স্ত্রীর করণীয় কি সেকি সহবাস ছাড়াই দ্বিতীয় স্বামীর থেকে তালাক নিয়ে প্রথম স্বামীর সাথে সংসার করতে পারবে কিনা একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হবে?
তাড়াতাড়ি উত্তর প্রয়োজন। স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামী কে ডিভোর্স পেপারে সাইন করে তালাক দেয়,তাহলে কি তালাক হবে?
তালাকের বিষয় কুরআন সন্নাহের আলোকে বিস্তারিত জানতে চাই। বর্তমান সমাজে তালাকের বিষয়ে মানুষ অবগত নয়। যার ফলে প্রতিদিন জিনায় লিপ্ত আছে।