স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি প্রদান করা হলে সেই শর্ত মোতাবেক স্ত্রী যদি নিজের উপর তালাক গ্রহণ করে।তাহোলে তালাক হয়ে যাবে।ডিভোর্স পেপারে স্বামীর সিগনেচার নিক বা না নিক।তবে স্বামী যদি তালাক গ্রহণের অনুমতি না দেয়,অথবা স্বামীর শর্ত মোতাবেক তালাক গ্রহণ না করে,তবে তালাক হবে না।