৩১৪
তাফবীযে তালাক
প্রশ্নঃ ৩১৪. মুহতারাম,স্বামী-স্ত্রীর বৈবাহিক জীবন আট মাস চলতেছে।স্ত্রী অনার্স ক্লাসে অধ্যয়নরত।কিছুদিন পর তার পরিক্ষা আছে। স্বামী চাচ্ছে স্ত্রী যাতে আর পড়াশোনা না করে এবং পরিক্ষাও না দেয়।স্বামী স্ত্রীকে একথা জানানোর পর স্ত্রী বলে যে যদি আমাকে পরিক্ষা দিতে না দেও তাহলে বিয়ে বাতিল।এক্ষেত্রে কি তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়েছে?স্বামী যদি এখন স্ত্রীকে পরিক্ষা দিতে না দেয় তাহলে কি তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে?
উল্লেখ্য যে,বিয়ের সময় স্ত্রীকে তাফবীযে তালাকের অধিকার দেওয়া হয়েছে।
এক্ষেত্রে বিয়েতে কোনো সমস্যা হবে না।আর তাফিযে তালাকের জন্য সাধারণত অনেকগুলো শর্ত থাকে,সেই শর্তগুলো পাওয়া না গেলে তাফিযে তালাকও হয় না।আর তাফিযে তালাকের শর্তের অধিনস্ত হলেও এখানে তাফিযে তালাকও হবে না।তবে স্ত্রীর উচিত স্বামীর কথাকে প্রাধান্য দেয়া এবং উভয়ে মিলে এটি সমাধান করা।এবং এই ধরণের কথা বলা থেকে বিরত থাকা।
والله أعلم بالصواب