৩৬৩
হিলা ব্যতীত তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা বৈধ হবেনা।
প্রশ্নঃ ৩৬৩. তিন তালাক দেয়া ব্যক্তি তার স্ত্রীর ইদ্দত পালনের পর তাকে আবার বিবাহ করলো।
কোন এক আলেম বলেছেন বিবাহ জায়েজ হবে হিলা দিতে হবে না !
যে বিবাহ পড়িয়েছে সে বিষয়টি / মাসয়ালা অবগত না থাকায় এমন টা করেছে।
আমার প্রশ্ন --
যে বিবাহ পড়িয়েছে সে কি গুনাহগার হবে?
যদি হয় তবে করণীয় কি?
স্ত্রী কি জায়েজ হবে?
তিন তালাক প্রাপ্তা স্ত্রী পূর্বের স্বামীর কাছে হীলা ব্যতিত ফিরে আসতে পারবে না। সুতরাং উক্ত বিবাহটি সঠিক হয়নি, তাই স্ত্রীও তার স্বামীর জন্য হালাল হবে না।
(সূরা বাকারা:২৩০; বুখারী:২/৭৯২, ২/৮০৩)
আর না জেনে, নিশ্চিত না হয়ে এভাবে বিবাহ পড়ানো মারাত্মক অন্যায়। তাই তার তাওবা-ইস্তিগফার করা উচিত।
والله أعلم بالصواب