নাটক সিনেমার অভিনয়ে বা হাসি-ঠাট্টা করে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহের ইজাব-কবুল হলে বিবাহ হয়ে যায়। সামনা-সামনি উপস্থিত থেকে ইজাব-কবুল হলে নামের কোন ভূমিকা থাকে না । যার দিকে ইঙ্গিত করা হবে সেই উদ্দেশ্য হবে| ফতোয়ায়ে শামী: খণ্ড: ৩, পৃষ্ঠা: ১১।