কেউ মজার ছলে বললো, আমি যাকে বিয়ে করব সে তালাক। তাহলে কি তালাক হয়ে যাবে?
নাটকে যে প্রতীকি বিবাহ হয় এগুলোর হুকুম কী? এক্ষেত্রে পাত্র পাত্রী বা তাদের বাবার নাম তো ঠিক থাকে না। তারপরেও কি বিবাহ হয়ে যাবে?
মুহতারাম,স্বামী-স্ত্রীর বৈবাহিক জীবন আট মাস চলতেছে।স্ত্রী অনার্স ক্লাসে অধ্যয়নরত।কিছুদিন পর তার পরিক্ষা আছে। স্বামী চাচ্ছে স্ত্রী যাতে আর পড়াশোনা না করে এবং পরিক্ষাও না দেয়।স্বামী স্ত্রীকে একথা জানানোর পর স্ত্রী বলে যে যদি আমাকে পরিক্ষা দিতে না দেও তাহলে বিয়ে বাতিল।এক্ষেত্রে কি তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হয়েছে?স্বামী যদি এখন স্ত্রীকে পরিক্ষা দিতে না দেয় তাহলে কি তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে? উল্লেখ্য যে,বিয়ের সময় স্ত্রীকে তাফবীযে তালাকের অধিকার দেওয়া হয়েছে।
তিন তালাক দেয়া ব্যক্তি তার স্ত্রীর ইদ্দত পালনের পর তাকে আবার বিবাহ করলো। কোন এক আলেম বলেছেন বিবাহ জায়েজ হবে হিলা দিতে হবে না ! যে বিবাহ পড়িয়েছে সে বিষয়টি / মাসয়ালা অবগত না থাকায় এমন টা করেছে। আমার প্রশ্ন -- যে বিবাহ পড়িয়েছে সে কি গুনাহগার হবে? যদি হয় তবে করণীয় কি? স্ত্রী কি জায়েজ হবে?