৭১
ইমাম সাহেবের নামাজ শুরু করার পর যদি স্মরন হয় তার কাপড় নাপাক, এক্ষেত্রে করনীয়-
প্রশ্নঃ ৭১. ইমাম নামাজ শুরু করেছেন এমতাবস্থায় যদি মনে পড়ে তার কাপড় নাপাক পিছনে ইমামতির যোগ্য কেউ নেই তখন কি করবেন?
কাপড়ে যদি এ পরিমাণ নাপাকি লেগে থাকে যাতে নমায দুরস্ত হয় না , তাহলে উক্ত পরিস্থিতে আপনার নামাজ হবে না। কাপড় পাক কিংবা পরিবর্তন করে আবার নামাজ পড়তে হবে। (আল-বাহরুর রায়েক : ১/২২৮)