২৪১
মাসবুক ভুলে ইমামের সাথে দুই দিকেই সালাম ফিরিয়ে ফেললে করণীয়
প্রশ্নঃ ২৪১. মাসবুক যদি ভুলে ইমামের সাথে দুই দিকেই সালাম ফিরিয়ে ফেলে তাতে কি নামাজ নতুন ভাবে শুরু করবে নাকি ছুটে যাওয়া নামাজ পড়বে?
মাসবুক ব্যক্তি ভুল করে ইমামের আগে বা ইমামের সালামের সাথে সাথে সালাম ফিরালে সে দাঁড়িয়ে বাকি নামাজ সম্পন্ন করবে এবং তাকে সাহু সেজদা দিতে হবে না।আর ইমামের পর ভুলে সালাম ফিরালে তাকে সাহু সেজদা দিতে হবে।তবে কেউ যদি ইচ্ছা করেই সালাম ফিরায় তাহোলে তার নামাজ বাতিল হয়ে যাবে। বিঃ দ্রঃ সাধরণত আমরা ইমামের সাথে সাথে সালাম ফিরাই না,তাই সবসময়ই সাহু সেজদা দেওয়া উচিৎ।
বাহরুর রায়েক:১/৬৬২
والله أعلم بالصواب