একজন মুসল্লী ইমামের ডান পাশে দাঁড়াবে। নামাজরত অবস্থায় অন্য কেউ আসলে ইমাম সাহেবের বাম পাশে দাঁড়াবে, এক্ষেত্রে ইমাম সাহেবের করনীয় হলো সামনের কাতারে চলে যাওয়া। তৃতীয় মুসল্লী এসে পিছনের কাতারে দাঁড়ালে ডান পাশে দাঁড়ানো মুসল্লী কেবলামুখী হয়েই পেছনের কাতারে এসে দাঁড়াবে। যদি কেউ সামনে পিছনে না যায় বরং একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে তাও নামাজ আদায় হবে। ফতোয়ায়ে শামী: ১/৫৬৮