উপহার গ্রহণ করা সুন্নত। আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদানও দিতেন। (বুখারি, হাদিস : ২৫৮৫)
আপনাদের মাঝে চকলেট ভাগাভাগি করে খাওয়া বৈধ হয়েছে। কেননা চকলেট টা হাদিয়া হিসেবে পাওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে উত্তম হলো এইসব কর্মকান্ডকে প্রতিরোধ করার মানসে ওই চকলেট গ্রহণ করা থেকে বিরত থাকাই উত্তম।
ছেলে মেয়ের মাঝে এরকম অবৈধ সম্পর্ক বৈধ নয়। গুনাহের কাজ। এরকম সম্পর্ক থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। (তিরমিজি, হাদিস : ১১৭৩)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই, যারা পর্দাহীনভাবে চলাফেরা করে।’ (বায়হাকি, হাদিস : ১৩২৫৬)
হাদিসে ইরশাদ হয়েছে, দুই চোখের ব্যভিচার হলো (বেগানা নারীর দিকে) তাকানো, কানের ব্যভিচার যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের ব্যভিচার আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের ব্যভিচার (বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে) স্পর্শ করা আর পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের ব্যভিচার হলো চাওয়া ও প্রত্যাশা করা। (মেশকাত, হাদিস : ৮৬)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চোখের ব্যভিচার হলো (বেগানা নারীকে) দেখা, জিহ্বার ব্যভিচার হলো (তার সঙ্গে) কথা বলা (যৌন উদ্দীপ্ত কথা বলা)। (বুখারি, হাদিস : ৬২৪৩)