৪৪২
ওয়াজ করে বক্তাকে হাদিয়া না দেওয়া।
প্রশ্নঃ ৪৪২. ওয়ায়েযকে ওয়াজযের পর নজরানা দেওয়া জায়েজ বলিয়া ফাতাওয়ায়ে শামিতে লিখিত আছে | এখন কথা হলো, মাহফিলের কাছাকাছি অবস্থিত বাড়ি একজন বক্তা, সে কোনো দাবিও করেনি, তার ব্যবহারও ভালো না, যা আগে বোঝা যায়নি | তাঁকে যদি নজরানা না দেওয়া হয়, তাহলে কি কোনো গোনাহ হবে?
ওয়াজ করার জন্য বক্তাকে হাদিয়া দেওয়া আবশ্যক নয়।তাই হাদিয়া না দিলে গুনাহও হবে না।