প্রশ্নঃ ২৮০. আচ্ছা আমি যদি ইমামের সাথে নামাজ পড়ি আর আমার যদি কোন ওয়াজিব তরক হয়ে যায় তাহলে কি আমার জন্য সাহু সাজদা ওয়াজিব হবে? আর যদি ওয়াজিব হয় তাহলে আমি সাহু সাজদা কিভাবে করব?
ইমামের সাথে নামাজ আদায়কালে মুক্তাদির কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা আবশ্যক হয় না।