৪৪১
সুন্নাত না পড়ে ফরজের ইমামতি করা।
প্রশ্নঃ ৪৪১. ইমাম সাহেব জোহরের চার রাকাত সুন্নাত নামাজ এখনো পড়েনি | কিন্তু ইতিমধ্যে নামাজের জামাতের ওয়াক্ত হয়ে গেছে, যেমন ধরুন ১. ১০ pm নামাজের জাময়াতের সময় | এক্ষেত্রে উক্ত ইমাম সাহেব নামাজ পড়াতে পারবে, যদি সে প্রথম চার রাকাত নামাজ ফরজ নামাজ পড়িয়ে , পরের দু রাকাত সুন্নাত নামাজ পড়ে আদায় করে নেয়?
হ্যাঁ, করা যাবে। তবে চার রাকাত সুন্নত ফরজ পড়ার পরও পড়ার সুযোগ রয়েছে। যদিও আগে পড়াই তার যথার্থ সময়। কিন্তু সময় সংকীর্ণতার কারণে কখনো কখনো এমনটি করা যায়।
তিরমিজি-৪২৬