এমন কাজে জামাতের কোন সমস্যা হবে না, এবং জামাতের সাওয়াবের কোন কমতিও হবে না। জামাতের আগে সুন্নত পড়তে না পারলে ফরজের পর দুই রাকাত সুন্নত পড়ার পর চার রাকাত সুন্নত আদায় করে নিবে। তবে এটাকে অভ্যাসে পরিনত করা যাবে না। রাসূল সা. কখনো যোহরের পূর্বে সুন্নত নামায পড়তে না পারলে তা ফরজের পর আদায় করে নিতেন। হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে চার রাকাত (সুন্নাত) আদায় না করতে পারলে জোহরের পর তা আদায় করতেন। (সুনানে তিরমিজী, হাদীস, ৪২৬)