৩৬৬
গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়ার বিধান-
প্রশ্নঃ ৩৬৬. গোসল ফরজ অবস্থায় কি সেহরি খাওয়া যাবে? আর যদি সে গোসল না করে সেহরি খায় তাহলে কি তার রোজা হবে?
গোসল ফরজ অবস্থায় সেহেরী খাওয়াতে কোনো সমস্যা নেই।তবে অপবিত্র অবস।থায় থাকা সমীচীন নয়।এতে রহমতের ফেরেশতাদের কষ্ট হয়।