রাগের বশবর্তী হয়ে শপথ করলে শপথ হয়ে যাবে।আর সেই শপথ ভঙ্গ করলে কাফফারা দিতে হবে।
সুরা মায়িদা-৮৯
একটি কসমের কাফফারা হল, দশজন গরীব মিসকীনকে দু বেলা তৃপ্তিসহ খানা খাওয়ানো। অথবা তাদের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেওয়া। এ দুটির সমার্থ্য না থাকলে এক নাগাড়ে তিনটি রোযা রাখা।