৩১৯
কসমের কাফফারা
প্রশ্নঃ ৩১৯. কসম ভঙ্গ করলে জেই ৩ টি রোজা রাখ তে হয়। এই রোজা গুলো কি টানা ৩ দিন রাখতে হবে নাকি জখন ইচ্ছা তখন একটি একটি আলাদা রাখা জাবে
কসম ভঙ্গের কাফফারা হলো দশজন মিসকিনকে দুইবেলা তৃপ্তিসহকারে খাবার খাওয়ানো অথবা দশজনকে দুইসেট করে কাপড় দেওয়া।
এই দুইটির কোনটি না পারলে টানা তিনটি রোযা রাখবে।মধ্যখানে একদিন রোজা না রাখলে পুনরায় আবার তিনদিন টানা রোজা রাখতে হবে।
(কিতাবুল আসল ৩/২৩৮, ৩/১৯৬; আলমাবসূত, সারখসী ৮/১৫৭; ইলাউস সুনান ১১/৪২৬; রুহুল মাআনী ৭/১৪)
والله أعلم بالصواب