৪৭০
মাহরাম ছাড়া উমরার সফর
প্রশ্নঃ ৪৭০. আমার মাহারাম(ভাই) উমরাহ করতে চাইছে না এখন। আর মাহারামের মধ্যে আমার এখন অন্য কেউ নেই। আমার চাচাতো বোন আর ওর ভাই উমরাহ করতে যাবে। আমি কি ওদের সাথে যেতে পারবো? আমার চাচাতো ভাই তো আমার মাহারাম না। আর আমাকে একা শুধুমাত্র কাফেলার সাথে যেতে দিবে না।
বিস্তারিত জানতে চাই।
মহিলা এবং মক্কার মধ্যে যদি ৪৮ মাইল বা তার বেশি দুরত্ব হয়,তবে তার জন্য স্বামী অথবা মাহরাম ব্যতীত হজ্জ বা উমরার সফর বৈধ নয়।
বাহরুর রায়েক-২/৫৫২