৩৬২
নসব নির্ধারণ এর ক্ষেত্রে সাধারণত পিতার দিক দিয়ে বংশ সাব্যস্ত হয়-
প্রশ্নঃ ৩৬২. নসব নির্ধারণ এর ক্ষেত্রে পিতা এবং মাতা উভয়ের দিক দিয়ে বংশ সাব্যস্ত হবে নাকি শুধু পিতার দিক দিয়ে বংশ সাব্যস্ত হয়? উদাহরণ: যদি কেউ মাতার দিক দিয়ে আওলাদে রাসূল (সা:) হয় তাকে কি আওলাদে রাসূল বলা যাবে? রেফারেন্স সহ উত্তর দেওয়ার অনুরোধ রইলো।
বংশ সাব্যস্ত হবে বাবার দিক থেকে। মায়ের দিক থেকে বংশ সাব্যস্ত হয় না। তাই কেবল সেই ব্যক্তিই নিজেকে নবীজি সা. এর বংশধর দাবি করতে পারবে, যার বাবা. দাদা, দাদার বাবা- এভাবে কেবল পুরুষদের মাধ্যমে হাসান বা হুসাইন রা. পর্যন্ত পৌঁছেছে। এটাই জুমহুর উলামায়ে কেরামের ফতোয়া। হ্যাঁ, হাসান ও হুসাইন রা. এবং নবীজি সা. এর মাঝে পুরুষ নেই, বরং ফাতেমা রা. রয়েছেন। ফাতেমা রা. এর মাধ্যমে হাসান-হুসাইন রা. নবীজি সা. এর বংশের অন্তর্ভূক্তো হওয়া নবীজি সা. এর খুসূসিয়াত।
বিস্তারিত দেখুন:
(“আল মুহতাম ফি মাসআলাতিশ শারাফি মিন জিহাতিল উম্ম” বিশেষ করে ১৪০-১৫২ পৃ.)
والله أعلم بالصواب